5 Best Free Adventure Game for Android 2022

আপনি যদি গল্প সহ গেম পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে আমি ৫ টি উন্নতমানের অ্যাডভেঞ্চার গেম নিয়ে এসেছি, যেগুলো একদম বিনামূল্যে আপনি ডাউনলোড করে খেলতে পারবেন। এখানে যেই ৫ টি গেম দেখানো হয়েছে সেগুলো একধম ভালভাবে বিশ্লেষণ করে তারপর আপমাদের সামনে তুলে ধরেছি। আর, এক একটি গেম ৫ মিলিয়ন এরও বেশি লোক ডাউনলোড করেছেন, এবং পর্যালোচনা করেছেন ১ মিলিয়ন এরও বেশি। আর এই গেম গুলো ভাল গল্প দিয়ে নির্মাণ করা হয়েছে, যা আপনাদের খেলতে আরও বেশি উৎফুল্ল করে তুলবে। তাই এই  গেম গুলি সবচাইতে সেরা গেম এর তালিকায় তুলে ধরা হয়েছে। তাহলে চলুন দেখে আসি সেই 5 Best Free Adventure Game for Android 2022। 


নং- ১ Lost in Blue ( global )

Lost in blue
Lost in Blue
গল্পটি শুরু হয় একটি বিমান দুর্গটনা থেকে, আপনি একমাত্র বেক্তি যে গভীর জঙ্গলের মাঝখানে একটি বিমান  দুর্গটনা থেকে বেছে আছেন। এখন আপনাকে বেঁছে থাখার জন্য বিভিন্ন জীব জন্তুর, এবং জম্বির সাথে লড়াই করতে হবে। এবং বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে হবে, যা আপনাকে বেঁছে থাকার জন্য সাহায্য করবে। এখানে আপনি চাইলে আপনার একটি দল গঠন করে অন্যান্য দলের সাথে লড়াই করতে পারবেন। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে নিয়েও খেলতে পারেন, এবং উপভোগ করতে পারেন মজার এই Lost in Blue গেমটি। আর এই গেম এর গ্রাফিক্স এবং গেম প্লে দুর্দান্ত যা আপনার খেলার মজাকে আরও বাড়িয়ে দিবে। আমি বলবো আপনারা কেও এই গেমটি খেলতে মিস করবেননা।


Game info

Download size: 671 mb

Version:  1.77.6

Downloads: 5000,000+

Ratings: 4.5

Update on: Jan 24, 2022

Released on: Sep 6, 2021

Download on Play store 

নং-২ The Wolf Among us

The Wolf among us


এটিও একটি দুর্দান্ত গেম প্লে, এখানে ৫ টি পর্ব ধারা এই গেমটি নির্মাণ করা হয়েছে। আর একটি পর্ব একটি গেম প্লে, এটির দুর্দান্ত আর্ট ডিজাইন, দুর্দান্ত গল্প, এবং খুব সুন্দর ভয়েস, আর গ্রাফিক্সও তুলনামূলক অনেক ভাল। তবে ছোট একটি সমস্যা আছে এটির মধ্যে, এই গেমটির ১ম পর্ব শুধু আপনি ফ্রীতে খেলতে পারবেন, আর বাকি ৪টি পর্ব আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। তবে আমি আশাকরি আপনারা যদি এটিতে টাকা দিয়ে পরবর্তী পর্বগুলো কিনেন  তবে আপনারা উপভোগ করতে পারবেন এই গেম এর মজা। এই গেমটি এপর্যন্ত ৫মিলিওন এরও বেশী মানুষ ডাউনলোড করেছেন, এবং রেভিএও অনেক ভাল। যার ফলে আপনারা নিরধিদায় এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন। 
 
 

Game info

Download size:    758 MB

Version:     1.23

Update on:  Mar 9,2018

Downloads: 5,ooo,000+

Rattings: 4,3

SYSTEM REQUIREMENTS

Minimum specs:
GPU: Adreno 300 series, Mali-T600 series, PowerVR SGX544, or Tegra 4
CPU: Dual core 1.2GHz
Memory: 1GB

Download on Play store 


নং-৩ The Walking Dead ( Season one and two )


এটিও ৫ পর্ব বিশিষ্ট একটি অ্যাডভেঞ্চার গেম, যার প্রতিটি পর্বতেই একটি করে গল্প ধারা নির্মাণ করা হয়েছে। এই গেম এর মধ্যে আপনাকে বেঁছে থাকার জন্য বিভিন্ন জম্বির সাথে লড়াই করতে হবে, এবং একটি এতিম মেয়েকে রক্ষা করতে হবে। অনেক মজার একটি গল্প ধারা এই গেমটি তৈরি করা হয়েছে। এখানে গ্রাফিক্স এর কথা বলতে গেলে অনেক দুর্দান্ত, আর গেমটি ডাউনলোড করেছেন ১০ মিলিয়ন এরও বেশী লোক, ১ মিলিয়ন এরও বেশী রেভিএও দিয়েছেন। এখানে আপনি ১ম পর্বটি ফ্রীতে খেলতে পারবেন, আর বাকি ৪টি পর্ব খেলার জন্য আপনাকে টাকা দিতে হবে। আর একটি কথা এখানে The Walking Dead এর দুইটি আলাদা গেম রয়েছে একটি Season one এবং অন্যটি Season two, আপনি চাইলে দুইটি গেম ডাউনলোড করে দেখতে পারেন আশাকরি আপনি এই গেম দুটিতে অনেক ভাল উপভোগ করতে পারবেন।

Game info

Season one

Download size:      1.4 GB

Version:                 1.20

Update on:          Jan 31,2018

Downloads:      10,000,000+

Released on:      Apr 7,2014

Download on Play store 

Season Two

Download size:    678 MB

Version:      1.35

Update on:    Nov 2,2016

Downloads:    10,000,000+

Released on:    Jan 25,2014

Download on Play store

নং- ৪ Westland Survival: Cowboy Game

westland survival


এই গেমটি অনেকটাই  Lost in Blue এর মতোই , এখানে আপনাকে বেঁছে থাকার জন্য বিভিন্ন জম্বি, ও বিভিন্ন প্রকার জন্তুর সাথে ড়াই করতে হবে। আপনার নিজের একটা ঘাঁটি থাকবে, আর একটি ঘোড়া থাকবে, এখন আপনাকে বেঁছে থাকতে হলে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হবে, এবং তৈরি করতে হবে বিভিন্ন আস্ত্র যাতে আপনি আরও বেশী শক্তিশালী হয়ে উঠেন অন্যদের সাথে যুদ্ধ করার জন্য। আপনি চাইলে অন্য খেলোয়াড়দের জিনিস লুট করে নিজেকে আর বেশী শক্তিশালী করে তুলতে পারেন। এই গেমটির গ্রাফিক্স অনেক ভাল একটি ভাল অ্যাডভেঞ্চার গেম। এটি ১০ মিলিয়ন এরও বেশী মানুষ ডাউনলোড করেছেন। Westland Survival গেমটি আপনি সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে খেলতে পারবেন। 
 
 

Game info

Download size:  276 MB

Version:  2.4.0

Downloads: 10,000,000+

Update on: Jan 13,2022

Released on: Jun 28, 2018

Download on Play Store


নং- ৫ Stormfall: Saga of Survival

Stormfall: Saga of Survival


এটিও একটি Survival গেম, এখানে আপনাকে নির্বাসনে পাঠানো হয়েছে, কারন আপমি আপনার ক্ষমতার কারনে এক মাস্টার এর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন যার ফলে আপমাকে নির্বাসনে পাঠানো হয়েছে এক ভয়ানক জংগলের মাঝখানে, যেখানে আপনাকে বেঁচেথাকতে হবে। আর আপনাকে এখন বেঁছে থাকার জন্য অবশ্যই খাদ্য লাগবে, আর খাদ্য সংগ্রহ করার জন্য আপনার অবশ্যই বিভিন্ন আস্ত্র লাগবে, আর অস্ত্র বানানোর জন্য আপনার বিভিন্ন সরঞ্জাম বা সামগ্রী লাগবে। এখন আপনাকে এই সমস্ত সামগ্রী এই গহীন জংগল থেকে সংগ্রহ করতে হবে, আর গহীন জংগলের মধ্যে অবশ্যই বিভিন্ন জীব জন্তু থাকবে, আর আপনাকে এসমস্ত জীব জন্তু থেকে বাঁচতে হবে এবং বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করতে হবে। অনেক মজার একটি গেম, আপনি এই গেমটি একদম ফ্রীতে ডাউনলোড করে খেলতে পারবেন। এই এখন পর্যন্ত ১০ মিলিওনেরও বেশী ডাউনলোড হয়েছে, এটির গ্রাফিক্স অত্তন্ত ভালো। তাই এখনি ডাউনলোড করুন Stormfall: Saga of Survival অ্যাডভেঞ্চার গেমটি।
 

Game info

Download size:  64 MB

Version: 1.15.0

Downloads:  10,000,000+

Update on: Oct 28, 2021

Released on:  Jul  6, 2018

Download on Play Store